Sunday, 25 September 2016

বাউল গগন হরকরা

বাউল গগন হরকরা নাম শুনেছেন কখনো? একটা  বিখ্যাত গান আছে...."আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে"
পুরো নাম গগনচন্দ্র দাম. ১৮৪৫ সালে কুষ্টিয়া শিলাইদহে কায়স্ত পরিবারে জন্ম। তিনি শিলাইদহের পোস্ট-অফিসে ডাক-হরকরার কাজ করতেন। এ পেশার সুবাদেই তিনি লোকের কাছে ‘গগন হরকরা’ নামে পরিচিতি লাভ করেন।

তাঁর রচিত ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে।/হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ বিদেশে বেড়াই ঘুরে \’ কুঠিবাড়িতে গগনের কণ্ঠে এ গানটি শুনে রবীন্দ্রনাথ মুগ্ধ হন। চিঠি বিলি করার জন্য গগন প্রায়ই রবীন্দ্রনাথ এর কাছে আসতেন এই সময় রবীন্দ্রনাথ গগন এর কাছ থেকে লালন সহ  আরো অনেক বাউল গান শুনতেন।  এ থেকে বুঝা যায় রবীন্দ্রনাথ এর বাউল প্রীতি ছিল প্রখর। বাংলা ১৩২২ সালে রবীন্দ্রনাথ তার একটি ম্যাগাজিন এ গগন হরকরার গান লিপিবদ্ধ করেন।কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্প "দা পোস্টমাস্টার" গগন হরকারাকে নিয়েই লিখেছিলেন।পরে এই গল্প অনুসারে সত্যজিৎ রায় একটি সিনেমা তৈরী করেন।

রবীন্দ্রনাথ এর ভক্ত ও শিষ্য দের মুখে শুনা যায় যে রবীন্দ্রনাথ তার "আমার সোনার বাংলা" গান টি গগন সরকারের "আমি কোথায় পাব তারে  আমার মনের মানুষ যেরে " থেকে অনুপ্রাণিত। "আমার সোনার বাংলা গান টি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সময়ে রচিত হয়. পরে বাংলাদেশ  ১৯৭১ সালে স্বাধীন হবার পর তা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে রূপ লাভ করে. আমার সোনার বাংলা ছাড়াও রবীন্দ্রনাথ অসংখ গান বাউল সুরে লিখেছেন। 


তবে এখন দেখা যায় অনেকেই বলে কবিগুরুর নাকি সুর কপি করেছে।বুঝে বলে নাকি না বুঝে বলে আমার জানা নাই।